নাটকীয়তা শেষে দেরিতে মাঠে গড়াচ্ছে পাকিস্তান-আরব আমিরাত ম্যাচ

 

ম্যাচের আগে থেকেই শুরু হয় নাটকীয় সব কর্মকাণ্ড। এশিয়া কাপে এক করমর্দন ইস্যুতে পরিস্থিতি জটিল হয়ে দাঁড়িয়েছিল। গ্রুপ পর্বের ম্যাচে ভারতের ক্রিকেটাররা পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোয় সব দায় গিয়ে পড়ে ম্যাচ রেফারি পাইক্রফটের ওপর। যে কারণে এশিয়া কাপে তার অপসারণ চেয়ে আইসিসির কাছে চিঠি দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

রেফারির অপসারণ ইস্যু নিয়ে নাটকীয়তা এমন পর্যায় পৌঁছায়, পাকিস্তান-সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচ মাঠে গড়ানো নিয়েই শঙ্কা দেখা দেয়। এমনও খবর রটে হয়তো ম্যাচটা খেলবে না পাকিস্তান। বুধবার নির্ধারিত সময়ের (বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা) আগে সালমান আলী আগাদের টিম হোটেলে থাকতে বলা হলে সেই শঙ্কা আরও ঘনিভূত হয়ে ওঠে। এরই মাঝে পিসিবির মুখপাত্র জানান, ম্যাচ পেছানো হয়েছে ঘণ্টাখানেক। যে ইস্যু নিয়ে ঘটনা এতদূর সেটা নিয়ে আইসিসির সঙ্গে দেনদরবারও নাকি চলছে।  পরে চেয়ারম্যান ও এসিসি প্রেসিডেন্ট মোহসিন নাকভি এক্সে জানান দেন, খেলোয়াড়দের বাস টিম হোটেল থেকে ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তাতে ম্যাচ অবশেষে মাঠে গড়াচ্ছে ঠিকই কিন্তু বিলম্বে। এই বিলম্বে ওভারও কাটা হচ্ছে না। যে ইস্যু নিয়ে এত আলোচনা, সেই ম্যাচ রেফারি পাইক্রফটকে অবশ্য সরানো হয়নি। তিনি পাকিস্তান দলের অধিনায়কের কাছে ক্ষমা চেয়েছেন।

No comments

Powered by Blogger.