হংকংয়ের বিপক্ষে দেখা যাবে জায়ান আহমেদকে?
ভিয়েতনামে অনূর্ধ্ব ২৩ বাছাই ফুটবলে বাংলাদেশের হয়ে সাবলীল পারফরম্যান্স জায়ান আহমেদের। আমেরিকা প্রবাসী ডিফেন্ডার সবার দৃষ্টি আকর্ষণ করেছেন। আপাতত ঢাকায় থাকায় কাল বৃহস্পতিবার থেকে ফর্টিস এফসিতে থেকে অনুশীলন করার কথা রয়েছে।
২৩ বছর বয়সী জায়ানকে নিয়ে আশাবাদী বাফুফে। আগামী মাসে হংকংয়ের বিপক্ষে তাকে দলে দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। অনূর্ধ্ব ২৩ দলের ম্যানেজার শাহীন হাসান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘জায়ান ভালো একজন ডিফেন্ডার। ও ঢাকায় রয়েছে। তাই আমাদের ক্লাবে থেকে অনুশীলন করবে। কাল থেকে ক্লাবে আসার কথা, ওর মধ্যে জাতীয় দলে খেলার সব যোগ্যতা রয়েছে। ভিয়েতনামে জায়ান ভালো খেলেছে।’
বাফুফের সদস্য গোলাম গাউসও আশাবাদী, ‘জায়ান সবগুলো ম্যাচে দারুণ খেলছে। আমরা মাঠ থেকে ওর পারফরম্যান্স দেখেছি। লেফট ব্যাক পজিশনে বেশ আত্মবিশ্বাসী একজন খেলোয়াড়। এখন সামনের দিকে জায়ানকে সিনিয়র দলে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।’


No comments