এনসিপির শাপলা প্রতীক পাওয়ার সঙ্গে নির্বাচন এগোনো-পেছানোর কোনো সম্পর্ক নেই: সারজিস

 

পূজামণ্ডপ পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ মঙ্গলবার বিকেলে পঞ্চগড়ের হুদুপাড়া দুর্গামন্দিরেছবি: ভিডিও থেকে নেওয়া

শাপলা প্রতীক প্রসঙ্গে এনসিপি নেতা সারজিস আলমের মন্তব্য

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “শাপলা প্রতীক পাওয়া বা না–পাওয়ার সঙ্গে নির্বাচন এগোনো বা পেছানোর কোনো সম্পর্ক নেই।”

আজ মঙ্গলবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে বিলুপ্ত গাড়াতি ছিটমহলের হুদুপাড়া দুর্গামন্দিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সারজিস আলমের দাবি, নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে হবে এবং বাইরের কোনো চাপের কাছে নত না হয়ে এনসিপিকে প্রতীক দিতে হবে। প্রয়োজনে তাঁরা এ নিয়ে আইনি লড়াই বা রাজপথে নামবেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, “ড. ইউনূস বলেছেন, বিদেশি কিছু শক্তি নির্বাচন পেছানোর চেষ্টা করছে। তবে এনসিপি বরাবরই বলেছে, দ্রুততম সময়ে নির্বাচন হওয়া উচিত। তবে সেই নির্বাচন হতে হবে বিচার ও সংস্কারের মাধ্যমে, যা গণতন্ত্রের জন্য অপরিহার্য।”

আওয়ামী লীগের সমালোচনা করে এনসিপি নেতা অভিযোগ করেন, অভ্যুত্থানের আগের সময়ে দলটি কেবল প্রয়োজনমতো সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকেছে। অথচ প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটলেও কার্যকর শাস্তি বা বিচার হয়নি।


No comments

Powered by Blogger.