ট্রাম্পের সঙ্গে ড. ইউনূস ও তার মেয়ের ছবি ছড়িয়ে পড়লো সোশ্যাল মিডিয়ায়

ট্রাম্পের সঙ্গে ড. ইউনূস ও তার মেয়ের ছবি ছড়িয়ে পড়লো সোশ্যাল মিডিয়ায় 

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং তার মেয়ে দীনা ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কের লোটে নিউইয়র্ক প্যালেসে আয়োজিত ট্রাম্পের অভ্যর্থনা নৈশভোজে ছবিটি তোলা হয়। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) মধ্যরাতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এটি প্রকাশ করা হয়।

প্রেস উইং জানায়, জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদ অধিবেশনে আগত বিশ্বনেতাদের সম্মানে আয়োজিত ওই নৈশভোজে ড. ইউনূস ও দীনা ইউনূস ট্রাম্প দম্পতির সঙ্গে ছবি তোলেন। এসময় ড. ইউনূস ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানে তিনি আরও বেশ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে মতবিনিময় করেন। তাঁদের মধ্যে ছিলেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে। এছাড়া তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও দক্ষিণ ও মধ্য এশিয়ায় মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সঙ্গেও সাক্ষাৎ করেন।

এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে গত ২১ সেপ্টেম্বর রাতে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। তাঁর সফরসঙ্গী হিসেবে নিউইয়র্কে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।




No comments

Powered by Blogger.