জামায়াত ক্ষমতায় গেলে দাবি আদায়ে রাস্তায় নামতে হবে না : শফিকুর রহমান
জামায়াত ক্ষমতায় গেলে দাবি আদায়ে রাস্তায় নামতে হবে না : শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে জনগণকে দাবি আদায়ের জন্য রাস্তায় নামতে হবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (২৭ সেপ্টেম্বর) ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) এর বার্ষিক কাউন্সিল অধিবেশনে তিনি এ কথা বলেন।
জামায়াতের আমির অভিযোগ করে বলেন, গত অর্ধশতাব্দীতে তরুণদের যোগ্যতা অনুযায়ী কাজের পরিবেশ গড়ে তুলতে ব্যর্থ হয়েছে সরকারগুলো। তিনি বলেন, জনগণের সহযোগিতায় জামায়াত একটি ঘুণে ধরা বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে চায়।
শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে শফিকুর রহমান বলেন, যাদের হাতে পরিকল্পনার দায়িত্ব, তাদের সন্তানরা বিদেশে পড়াশোনা করে। তাই দেশের শিক্ষা খাত দিন দিন অবনতির দিকে যাচ্ছে। তিনি প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় গেলে এমন শিক্ষা দেওয়া হবে না, যা মানুষকে পিছিয়ে দেয় বা অনৈতিকতার দিকে ঠেলে দেয়; বরং এমন শিক্ষা দেওয়া হবে, যা মানুষকে নৈতিক, সৎ ও মানবিক হতে শেখাবে।
উন্নয়নের প্রসঙ্গে তিনি বলেন, “আমরা বিশ্বাস করি পাঁচ বছরে বুলেট ট্রেন চালানো সম্ভব না হলেও উন্নয়নের এক্সপ্রেস ট্রেন অবশ্যই চালানো যাবে।”
সাংবাদিকদের স্বাধীনতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে গণমাধ্যমের সাহসিকতার বিকাশের সুযোগ থাকবে— এমনকি তা সরকারের বিপক্ষেও গেলেও।
ডা. শফিকুর রহমান তিনটি অঙ্গীকার তুলে ধরেন—
- ১. শিক্ষা সংস্কার: ভাঙাচোরা শিক্ষাব্যবস্থাকে মেরুদণ্ড হিসেবে দাঁড় করানো হবে, যাতে শিক্ষার্থীরা মানবিক মূল্যবোধ ও কর্মদক্ষতায় এগিয়ে যায়।
- ২. কর্মসংস্থান ও মর্যাদা: প্রত্যেককে যোগ্যতা অনুযায়ী কাজের সুযোগ দেওয়া হবে। শুধু ডিগ্রির ভিত্তিতে নয়, দক্ষতা ও ফলাফলের ভিত্তিতে মর্যাদা নির্ধারণ হবে।
- ৩. দুর্নীতি দমন: দুর্নীতির প্রবাহ বন্ধ করে প্রতিটি সেবাখাতে দায়িত্ব ও কাজের গভীরতার ভিত্তিতে বেতন কাঠামো নির্ধারণ করা হবে।
তিনি দাবি করেন, এভাবেই জামায়াত একটি সুশাসনভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে চায়।


No comments