গুনাহ মুক্ত থাকতে পারা নফল ইবাদত থেকেও উত্তম

 

মানুষের জীবনের প্রতিটি মুহূর্তই আল্লাহর পরীক্ষা। কেউ ইবাদতের মাধ্যমে নৈকট্য অর্জন করে, কেউ আবার গুনাহে লিপ্ত হয়ে ধ্বংসের পথে চলে যায়। আমাদের মাঝে একটি প্রচলিত ধারণা হলো—যত বেশি নফল ইবাদত করা যায়, ততই আল্লাহর কাছে মর্যাদা বাড়ে। নামাজ, রোজা, হজ, উমরা, সাদকা—সবকিছুতেই নফল আমল যেনো অশেষ পুণ্যের ভাণ্ডার।

মানুষের জীবনের প্রতিটি মুহূর্তই আল্লাহর পরীক্ষা। কেউ ইবাদতের মাধ্যমে নৈকট্য অর্জন করে, কেউ আবার গুনাহে লিপ্ত হয়ে ধ্বংসের পথে চলে যায়। আমাদের মাঝে একটি প্রচলিত ধারণা হলো—যত বেশি নফল ইবাদত করা যায়, ততই আল্লাহর কাছে মর্যাদা বাড়ে। নামাজ, রোজা, হজ, উমরা, সাদকা—সবকিছুতেই নফল আমল যেনো অশেষ পুণ্যের ভাণ্ডার।

কিন্তু ইসলামের গভীরতর শিক্ষায় দেখা যায়, নফল ইবাদতের গুরুত্ব অনেক। কিন্তু এর চেয়েও বহু গুণে শ্রেষ্ঠ হলো গুনাহ থেকে বেঁচে থাকা। এ ব্যাপারে আমাদের মাশায়েখগণ অত্যন্ত স্পষ্টভাবে দিকনির্দেশনা দিয়েছেন।

আসলে নফল ইবাদত করলে ধন্যবাদ পাওয়া যায়, সওয়াব মেলে, আখেরাতে মর্যাদা বৃদ্ধি পায়—এটাই এর পুরস্কার।

কিন্তু না করলে কোনো গুনাহ হয় না। অর্থাৎ, নফল আমল ত্যাগ করলে তার জন্য আখেরাতে জবাবদিহিতা নেই। পক্ষান্তরে গুনাহ এমন একটি বিষয়, যার জন্য অবশ্যই জবাবদিহি করতে হবে। গুনাহ করলে শাস্তি আছে, আল্লাহর গজব আছে, আখেরাতের নাজাত থেকে বঞ্চিত হওয়ার ভয়াবহ আশঙ্কা আছে।

No comments

Powered by Blogger.