নিউইয়র্কে ভারতের বিরুদ্ধে কঠোর সমালোচনা প্রধান উপদেষ্টার

 নিউইয়র্কে ভারতের বিরুদ্ধে কঠোর সমালোচনা প্রধান উপদেষ্টার


যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আয়োজিত এক বৈঠকে ভারতের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে আলাপকালে তিনি ভারতকে কেন্দ্র করে বিভিন্ন ইস্যু তুলে ধরেন।

প্রধান উপদেষ্টা বলেন, “গত বছরের গণবিপ্লবকে ভারত ইতিবাচকভাবে নেয়নি। এর ফলেই বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক খারাপ হয়েছে।” এ সময় তিনি আঞ্চলিক জোট সার্ককে পুনর্জীবিত করার ওপরও গুরুত্বারোপ করেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

সার্জিও গোরকে সম্প্রতি ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে উদ্দেশ করে ড. ইউনূস বলেন, “ছাত্ররা যা করেছিল গত বছর, ভারত তা মেনে নেয়নি। এর কারণেই আজ দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে।”

ভারতীয় গণমাধ্যমের ভূমিকা নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন। তার ভাষায়, “ভারতের ভুয়া সংবাদ পরিবেশন পরিস্থিতি আরও জটিল করেছে। তারা প্রচার করেছে, গত বছরের গণবিপ্লব নাকি ইসলামী আন্দোলন।”

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়েও ভারতের বিরুদ্ধে কঠোর সমালোচনা প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “ভারত হাসিনাকে আশ্রয় দিয়েছে, যিনি নিজেই সমস্যার উৎস। এটি দুই দেশের সম্পর্কে অস্থিরতা বাড়িয়েছে।”

ড. ইউনূস আরও অভিযোগ করেন, ভারতের কারণেই সার্ক অচল অবস্থায় পড়ে আছে। “একটি দেশের রাজনৈতিক অবস্থানের সঙ্গে না মেলার কারণে সার্ক কার্যত বন্ধ হয়ে গেছে।”

তিনি জানান, সার্ক স্থবির হয়ে পড়ায় বাংলাদেশ এখন আসিয়ানভুক্ত হওয়ার ব্যাপারে আগ্রহী।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৪ সালে সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয়। ২০১৬ সালে পাকিস্তানে আয়োজনের কথা থাকলেও উরির হামলার পর ভারত অংশ নিতে অস্বীকৃতি জানায়। এরপর থেকে এ জোট কার্যত নিষ্ক্রিয় হয়ে যায়।

যদিও ভারত এখনও সার্কের সদস্য, তবে দেশটি পাকিস্তানকে বাদ দিয়ে বিমসটেককে বেশি গুরুত্ব দিচ্ছে। এমনকি ভারতের পক্ষ থেকে নানা বিষয় এখন বিমসটেকের মাধ্যমে বাংলাদেশকে জানানো হচ্ছে।

সর্বশেষ বিমসটেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠক করেছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সূত্র: এনডিটিভি

No comments

Powered by Blogger.