‘আল্লাহর ওয়াস্তে নিজের জীবনটা নিয়ে ভাবো’— ফেসবুকে মির্জা ফখরুলের মেয়ের আবেগঘন স্ট্যাটাস

 ‘আল্লাহর ওয়াস্তে নিজের জীবনটা নিয়ে ভাবো’— ফেসবুকে মির্জা ফখরুলের মেয়ের আবেগঘন স্ট্যাটাস



কারাগারে বাবার সঙ্গে দেখা করতে যেতাম। কিন্তু আব্বু কখনো নিজের কষ্টের কিছু বলতেন না। শুধু ছেলেগুলোর কথা বলতেন— কারও নখ তুলে দিয়েছে, কারও শরীরজুড়ে মারের দাগ! তখন আব্বু কেঁদে ফেলতেন। নিজেকে খুব অপরাধী ভাবতেন। বলতেন— “এই ছেলেগুলো তাদের জীবন শেষ করে আন্দোলন করল, বিয়ে করল না, পড়াশোনা শেষ করতে পারল না।”


ফেরার সময় আম্মুকে বলতেন, “কিছু টাকা দিয়ে যেও।” সেই টাকায় ছেলেগুলো যেন ভালো খেতে পারে— আব্বু সেদিকেই খরচ করতেন।


আজ মনে হয়, পনেরো বছর ধরে যারা লড়াই করেছে, কষ্ট করেছে— তাদের জীবন এখনো অচল। অথচ যাদের গায়ে আঁচড়ও লাগেনি, তারা আজ সব দখল করে বসে আছে। প্রশ্ন হলো— এখন কী করবে? কান্নাকাটি করবে, অভিযোগ করবে, নাকি নিজের দিকে ফিরে তাকাবে?


ভাই ও বোনেরা, যারা বছরের পর বছর সংগ্রাম করেছো— এখন আল্লাহর ওয়াস্তে নিজের জীবনটা নিয়ে ভাবো। সময় এসেছে নিজের জীবন গড়ার, দেশ গড়ার। কে কী বলল বা করল, তা নিয়ে পড়ে থেকো না। ক্যারিয়ার গড়ো, আসল জাতীয়তাবাদী রাজনীতি করো, মানুষের সেবা করো। কারও ক্যাডার হয়ো না, কারও পিছনে দৌড়িও না। Enough is enough!


জেনে রাখো— জীবনে সবচেয়ে দরকার ইমান আর স্ট্র্যাটেজি। যখন তুমি আত্মবিশ্বাসী হবে, তখন রাজনীতিও সহজ হয়ে যাবে। আর তাতেই দলের আসল উপকার হবে।
The choice is yours!

No comments

Powered by Blogger.