এভারেস্ট এলাকায় তুষারঝড়ে আটকা সহস্রাধিক পর্যটক

 এভারেস্ট এলাকায় তুষারঝড়ে আটকা সহস্রাধিক পর্যটক

তিব্বতের পূর্বাঞ্চলে মাউন্ট এভারেস্ট এলাকায় ভয়াবহ তুষারঝড়ে বন্ধ হয়ে গেছে প্রধান সড়কপথ। এর ফলে প্রায় এক হাজার পর্যটক ও অভিযাত্রী সেখানে আটকা পড়েছেন। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীরা প্রবেশপথ পরিষ্কারের কাজ শুরু করেছেন।

রোববার (৫ অক্টোবর) স্থানীয় গ্রামবাসী ও উদ্ধারকারী দলগুলো রাস্তা থেকে তুষার সরানোর চেষ্টা চালাচ্ছে। চীনের সংবাদমাধ্যম জিমু নিউজ জানিয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ৯০০ মিটার (১৬ হাজার ফুট) উচ্চতায় অবস্থিত ওই এলাকায় শত শত গ্রামবাসী ও উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। পাহাড়ে আটকা পড়া কিছু পর্যটককে ইতোমধ্যে নিচে নামিয়ে আনা সম্ভব হয়েছে।

টিংরি কাউন্টি ট্যুরিজম কোম্পানি তাদের অফিসিয়াল উইচ্যাট অ্যাকাউন্টে জানায়, শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় শুরু হওয়া তুষারপাত শনিবার পর্যন্ত অব্যাহত ছিল। পরিস্থিতির কারণে শনিবার রাত থেকেই এভারেস্ট সিনিক এরিয়ায় টিকিট বিক্রি ও পর্যটকদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়।

এদিকে পুলিশ জানিয়েছে, সীমান্তের ওপারে ভারী বৃষ্টিপাতে ভূমিধস ও আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে শুক্রবার থেকে সড়ক যোগাযোগ বন্ধ, বেশ কয়েকটি সেতু ভেসে গেছে, এবং এখন পর্যন্ত কমপক্ষে ৪৭ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, ভারতের সীমান্তবর্তী পূর্ব ইলাম জেলায় পৃথক ভূমিধসে ৩৫ জন নিহত হয়েছেন। বন্যার পানিতে ভেসে ৯ জন নিখোঁজ, আর বজ্রপাতে দেশের বিভিন্ন স্থানে আরও ৩ জনের মৃত্যু হয়েছে।

No comments

Powered by Blogger.