সাবের হোসেনের বাসায় তিন রাষ্ট্রদূতের গোপন বৈঠক

সাবের হোসেনের বাসায় তিন রাষ্ট্রদূতের গোপন বৈঠক, সাবের হোসেন চৌধুরী, বৈঠক, গোপন বৈঠক, রাজনীতি, আওয়ামী লীগ, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, তিন রাষ্ট্রদূত,

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে তিন দেশের রাষ্ট্রদূত গোপন বৈঠক করেছেন। সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছে।

গতকাল সোমবার (৬ অক্টোবর) গুলশান-২ এলাকার নিজ বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দুপুর ২টা ৫৫ মিনিটে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা ধরে চলে এ বৈঠক। এতে অংশ নেন ঢাকায় নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্রানসেন, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মলার।

আরো পড়ুন : নির্বাচনে খালেদা জিয়ার ভূমিকা ও অংশগ্রহণ নিয়ে তারেক রহমান

সূত্র জানায়, তিন রাষ্ট্রদূত কোনো কূটনৈতিক স্বাক্ষর বা ফ্ল্যাগবাহী গাড়ি ছাড়াই একসঙ্গে সাবের হোসেনের বাসভবনে প্রবেশ করেন। বৈঠক শেষে নজর এড়াতে তারা বিকল্প রাস্তা ব্যবহার করে স্থান ত্যাগ করেন। সচরাচর কূটনৈতিক সাক্ষাতে এমন গোপনীয়তা বজায় রাখা হয় না বলে জানা গেছে।

Janatar Voice জনতার ভয়েস খবর পেতে ফেসবুক পেইজ ফলো করুন


No comments

Powered by Blogger.