যাদের সঙ্গে জোটবদ্ধ হওয়া যাবে না: হেফাজত আমির
আগামী জাতীয় নির্বাচনে এমন কোনো দলের সঙ্গে জোটবদ্ধ হওয়া যাবে না, যাদের ভ্রান্ত আকিদা সম্পর্কে আকাবিরে কেরাম (পূর্বসূরি আলেমরা) সতর্ক করে গেছেন— এমন মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
আল্লামা বাবুনগরী বলেন, সহি আকিদার সব ইসলামি দলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যাদের চিন্তা-চেতনা ইসলামের মূলনীতি থেকে বিচ্যুত, তাদের সঙ্গে কোনো ধরনের ঐক্য বা জোট করা যাবে না। আকাবিরে কেরাম যাদের সম্পর্কে সতর্ক করেছেন, তাদের সঙ্গে সম্পর্ক রক্ষা নয়, বরং দূরত্ব বজায় রাখাই ঈমানি দায়িত্ব।
তিনি আরও বলেন, ইলমে ওহি ও ইসলামের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়— এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা উচিত নয়। দাওয়াতে তাবলিগ, মসজিদ ও মাদরাসার কর্মকাণ্ড যেন কোনোভাবে বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে আলেমদের সজাগ থাকতে হবে।
সম্মেলনে হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান বলেন, আজ দেশের ইসলামি শক্তি নিজেদের মধ্যে ঐক্য না করে অন্যদের সঙ্গে জোটের চেষ্টা করছে। প্রথমে আমাদের মধ্যে ঐক্য স্থাপন জরুরি, এরপরই বাহ্যিক ঐক্যের কথা ভাবা উচিত।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী মাদরাসার প্রিন্সিপাল মাওলানা খলিল আহমদ কুরাইশী, বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হকসহ দেশের শীর্ষ আলেমরা।
আরো পড়ুন: শাপলা চত্বর হত্যাকাণ্ডের শহীদ পরিবারগুলো সরকারি সহায়তা পাবে


No comments