রাস্তায় নয়, কর্মকাণ্ড সংসদকেন্দ্রিক করতে হবে : মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন সময় এসেছে রাজনীতিকে রাস্তায় নয়, সংসদকেন্দ্রিক করার।
শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর গ্রিন রোডের পানি ভবনের মাল্টিপারপাস হলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সম্মেলনে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “আওয়ামী লীগ গত ১৫ বছরে রাষ্ট্রযন্ত্রে যে জঞ্জাল তৈরি করেছে, তা এক বছরে ঠিক করা সম্ভব নয়। তাই রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীলভাবে সংসদকেন্দ্রিক গণতন্ত্র শক্তিশালী করার দিকে মনোযোগ দিতে হবে। এটা না হলে পার্লামেন্টারি ডেমোক্রেসি কার্যকর হবে না।”
তিনি আরও বলেন, “আমাদের রাস্তায় নয়, সংসদে কাজ করতে হবে। ৫০ বছর রাস্তায় আন্দোলন করেছি, এখন সময় এসেছে গণতন্ত্রকে সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার। জুলাই সনদের মাধ্যমে আমরা সেই পথেই এগোচ্ছি।”
বিএনপি মহাসচিব বলেন, “আগামী নির্বাচন যেন সবার অংশগ্রহণে অর্থবহ হয়, সে জন্য সব রাজনৈতিক দলের ভিন্নতা দূর করতে হবে। গতকাল আমরা বেশিরভাগ রাজনৈতিক দল মিলে ঐতিহাসিক জুলাই সনদে স্বাক্ষর করেছি—এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন দিগন্ত।”
সম্মেলনে নতুন নেতৃত্ব হিসেবে মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে সভাপতি ও হুমায়ুন কবিরকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।



No comments