রাজনীতিকদের অনৈক্য জাতির জন্য হতাশার : মির্জা ফখরুল
গণঅভ্যুত্থানের পর রাজনীতিতে ঐক্য গঠনের বড় সুযোগ তৈরি হলেও এখনো রাজনীতিকদের মধ্যে অনৈক্য বিরাজ করছে—যা জাতির জন্য অত্যন্ত হতাশাজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২০ অক্টোবর) রাজধানীর কাকরাইলে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, রাজনীতিকে শুদ্ধ পথে আনতে হলে এর ভেতরে সততা ফিরিয়ে আনতে হবে। সম্পদ সঞ্চয়ের মানসিকতা নিয়ে রাজনীতি করলে মানুষের শ্রদ্ধা নয়, ঘৃণাই অর্জিত হয়।
তিনি আরও বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা এখন অত্যন্ত নিম্নমানের অবস্থায় আছে, যার জন্য সমানভাবে দায়ী রাজনীতিবিদ ও আমলাতন্ত্র।
আরো পড়ুন: ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে নির্বাচনি মাঠে নামার আহ্বান আমীর খসরুর



No comments