সিউলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের গোলবন্যা

সিউলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের গোলবন্যা, দক্ষিণ কোরিয়া-ব্রাজিল প্রীতি ম্যাচ, ব্রাজিল ফুটবল দল, বড় জয়, রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র, ব্রেকিং নিউজ,

সিউলের রাতটা পরিণত হয়েছিল ব্রাজিলীয় ফুটবলের উৎসবে। কার্লো আনচেলত্তির তারুণ্যনির্ভর দল যেন জোগো বোনিতোর এক জীবন্ত প্রদর্শনী সাজিয়ে দিল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। শুক্রবারের প্রীতি ম্যাচে রদ্রিগো, ভিনি জুনিয়র ও নবীন প্রতিভা এস্তেভাওয়ের নৈপুণ্যে কোরিয়াকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

খেলার শুরু থেকেই ব্রাজিল ছিল নিজেদের পরিচিত ছন্দে। মাত্র ১২ মিনিটেই ব্রুনো গিমারাইসের নিখুঁত থ্রু পাস ধরে গোল করেন তরুণ এস্তেভাও—তার জাতীয় দলের হয়ে এটি প্রথম গোল। এরপর ৪০ মিনিটে ভিনি জুনিয়রের বুদ্ধিদীপ্ত পাস থেকে রদ্রিগো গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধে বল দখলে এগিয়ে থেকেও কোরিয়া একটিবারও ব্রাজিলের রক্ষণে ফাটল ধরাতে পারেনি।

দ্বিতীয়ার্ধ শুরু হতেই শুরু হয় সেলেসাওদের গোল উৎসব। ৪৬ মিনিটে কিম মিন-জায়ের ভুলের সুযোগ নিয়ে দ্বিতীয়বার জালে বল পাঠান এস্তেভাও। তিন মিনিট পর ক্যাসেমিরোর দারুণ ট্যাকল থেকে শুরু হওয়া আক্রমণে ভিনির পাসে রদ্রিগো নিজের দ্বিতীয় গোলটি করেন।

৭৭ মিনিটে ম্যাচের শেষ দাগ টানেন ভিনি জুনিয়র নিজেই—মাতেউস কুনহার নিখুঁত ক্রস ধরে গোলরক্ষকের নাগালের বাইরে জোরালো শটে করেন পঞ্চম গোলটি। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে সিউল নেমে আসে ব্রাজিলীয় উল্লাসে, স্কোরবোর্ডে ঝলমল করে *দক্ষিণ কোরিয়া ০–৫ ব্রাজিল*।

সন হিউং-মিনের নেতৃত্বে কোরিয়ানরা চেষ্টা করলেও, আনচেলত্তির শিষ্যদের নিখুঁত পাসিং, দ্রুত গতি ও দারুণ সমন্বয়ের সামনে তা ছিল একেবারেই অসহায় প্রতিরোধ।

আরো পড়ুন: ভেনেজুয়েলার বিপক্ষে নতুন রূপে আর্জেন্টিনা

এই জয়ে যেন স্পষ্ট বার্তা দিল ব্রাজিল—নতুন প্রজন্মের হাত ধরেই শুরু হয়েছে সেলেসাওদের পুনর্জাগরণ। সিউলের গ্যালারি ছাড়ার সময় ব্রাজিলীয় দর্শকদের কণ্ঠে তখন একটাই ধ্বনি—

“ওলে, ওলে, ওলে... ব্রাসিল!”

আরো পড়ুন: বিশ্বকাপ দলে ডাক পেলেন ঢাবি ছাত্রদল নেতা

Janatar Voice জনতার ভয়েস খবর পেতে ফেসবুক পেইজ ফলো করুন



সিউলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের গোলবন্যা, দক্ষিণ কোরিয়া-ব্রাজিল প্রীতি ম্যাচ, ব্রাজিল ফুটবল দল, বড় জয়, রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র, ব্রেকিং নিউজ,


No comments

Powered by Blogger.