টাইফয়েড টিকা নিরাপদ ও বড় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই : ডা. সায়েদুর
দেশের ১৫ বছরের কম বয়সী প্রায় ৫ কোটি শিশু-কিশোরকে টাইফয়েড টিকা দেওয়া হবে জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেছেন, এই টিকা সম্পূর্ণ নিরাপদ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত। পৃথিবীর ২১টি দেশে এটি সফলভাবে ব্যবহৃত হচ্ছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সচিবালয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, টাইফয়েড টিকা নিয়ে ভয়ের কিছু নেই। অন্য টিকার মতোই সামান্য ব্যথা, হালকা জ্বর বা ক্লান্তি দেখা দিতে পারে, তবে বড় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
তিনি আরও ব্যাখ্যা করেন, অনেক সময় দেখা যায়, টিকা দেওয়ার সময় কয়েকজন কিশোর-কিশোরী একসঙ্গে অসুস্থ বোধ করছে বা অজ্ঞান হয়ে যাচ্ছে। চিকিৎসা বিজ্ঞানে একে বলা হয় ‘ম্যাস সাইকোজেনিক ইলনেস’, যা আসলে মানসিক ভীতিজনিত প্রতিক্রিয়া, টিকার কারণে নয়।
ডা. সায়েদুর আশ্বস্ত করে বলেন, এই টিকায় শরিয়ত-বিরোধী কোনো উপাদান নেই। এটি সৌদি হালাল সেন্টার থেকে হালাল সনদপ্রাপ্ত।
তিনি জানান, নতুন এই ‘টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন’-এ প্রোটিন ও শর্করা উভয় উপাদান রয়েছে, যা শরীরে আরও শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। অন্যান্য টাইফয়েড টিকার তুলনায় এটি বেশি কার্যকর ও উন্নত।
সরকারের প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, দেশের শিশুদের নিরাপদ ও কার্যকর টিকাদানে সরকার অঙ্গীকারাবদ্ধ। সামান্যতম ঝুঁকি থাকলে কোনো টিকা অনুমোদন পেত না। ইপিআইয়ের সব টিকা সঠিক তাপমাত্রায় সংরক্ষণ ও পরিবহন করা হয়।
আরো পড়ুন : হঠাৎ খুমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির ফলে রোগীরা চরম বিপাকে পড়েছেন।
গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ স্টাডির তথ্য তুলে ধরে তিনি বলেন, ২০২১ সালে বিশ্বজুড়ে ৭০ লাখের বেশি মানুষ টাইফয়েডে আক্রান্ত হয় এবং ৯৩ হাজারের মৃত্যু ঘটে, যার বড় অংশ দক্ষিণ এশিয়ায়।


No comments