ইসরায়েল ৪৫ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে
ইসরায়েলি সেনাবাহিনী ৪৫ জন ফিলিস্তিনির মরদেহ আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)-এর কাছে হস্তান্তর করেছে। পরে মরদেহগুলো শনাক্তকরণের জন্য গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিহতদের স্বজনরা ১৫ অক্টোবর তাদের প্রিয়জনদের অবশিষ্টাংশ শনাক্ত করতে জড়ো হন।
বুধবার আইসিআরসি এক বিবৃতিতে জানায়, উভয় পক্ষের অনুরোধ ও সম্মতির ভিত্তিতে একটি নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে তারা এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করেছে।
বর্তমানে গাজার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ ও ফরেনসিক বিভাগ মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করার কাজ চালিয়ে যাচ্ছে।
আইসিআরসি জানিয়েছে, প্রয়োজনবোধে তারা প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে।
বিবৃতিতে আরো বলা হয়, গাজার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে আজ প্রাপ্ত মৃতদেহের সংখ্যা ৪৫। তবে নিহতদের পরিচয় সম্পর্কে আইসিআরসি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
সূত্র : মিডল ইস্ট মনিটর।

No comments