৩৫ সেকেন্ডের ঝড়ে লন্ডভন্ড নীলফামারী: ঘরে ঘরে কান্নার রোল!
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মাত্র ৩৫ সেকেন্ড স্থায়ী এক দমকা হাওয়ার তাণ্ডবে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার (৫ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের পাঁচটি ওয়ার্ডের ১১টি পাড়ায় এই ঝড় আঘাত হানে।
প্রচণ্ড গতির ঝড়ে প্রায় পাঁচ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়, উপড়ে পড়ে শত শত গাছ এবং ভেঙে যায় অসংখ্য বৈদ্যুতিক খুঁটি। ফলে প্রায় এক হাজার পরিবার এখনো অন্ধকারে দিন কাটাচ্ছেন।
ক্ষয়ক্ষতির করুণ চিত্র
ঝড়ের পর গ্রামজুড়ে এখন ভাঙা টিন, উপড়ে পড়া গাছ ও বিদ্যুতের খুঁটির ধ্বংসাবশেষ। মাত্র কয়েক সেকেন্ডের তাণ্ডবে শত শত পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। অনেকেই খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন, আর বিধ্বস্ত ঘরের পাশে বসে শোকে কাঁদছেন।
ঝড়-বৃষ্টির তীব্রতা
শনিবার গভীর রাত থেকে ঘণ্টায় ৫০ থেকে ৫৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে থাকে, যা সকালে ভয়াবহ আকারে আঘাত হানে কিশোরগঞ্জে।
প্রশাসনের আশ্বাস
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারের ঘর পুনর্নির্মাণে আর্থিক সহায়তা ও টিন বরাদ্দের জন্য ত্রাণ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের কাজও শুরু হয়েছে বলে জানান তিনি।
আরো পড়ুন : নির্বাচনকে ভিন্ন খাতে নিতে গভীর ষড়যন্ত্র চলছে : মির্জা ফখরুল
মাত্র কয়েক সেকেন্ডের এমন ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য স্থায়ী পুনর্বাসন ও দ্রুত সহায়তা নিশ্চিত করতে স্থানীয় ও কেন্দ্রীয় সরকারের আর কী পদক্ষেপ নেওয়া উচিত!


No comments