মিশিগানের চার্চে বন্দুক হামলা প্রাণ গেল ৪ জনের

মিশিগানের চার্চে বন্দুক হামলা, প্রাণ গেল ৪ জনের

 মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি চার্চে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ৮ জন। স্থানীয় সময় রবিবার সকালে হামলাকারী একটি গাড়ি চালিয়ে চার্চের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে এলোপাতাড়ি গুলি চালায় এবং চার্চে আগুন ধরিয়ে দেয়।

খবর পাওয়া যায়, পরবর্তীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ওই হামলাকারী নিহত হয়। হঠাৎ ঘটে যাওয়া এ হামলায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন এবং আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Janatar Voice জনতার ভয়েস খবর পেতে ফেসবুক পেইজ ফলো করুন

খবর রয়টার্সের।

পুলিশ জানায়, হামলাকারীর নাম থমাস জ্যাকব স্যানফোর্ড (৪০), যিনি কাছের শহর বার্টনের বাসিন্দা ও সাবেক মার্কিন মেরিন। তিনি ইচ্ছাকৃতভাবে চার্চ অব জিসাস ক্রাইস্ট অব ল্যাটার-ডে সেইন্টস–এ আগুন লাগিয়ে দেন। মুহূর্তের মধ্যেই চার্চটি আগুনে পুড়ে কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

ঘটনার পরপরই জানা যায়, বন্দুক হামলায় দুজন নিহত হন এবং আহত অবস্থায় আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়। কয়েক ঘণ্টা পর দমকল ও পুলিশ চার্চের পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ থেকে আরও দুজনের মরদেহ উদ্ধার করে। এখনো কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন গ্র্যান্ড ব্লাঙ্ক টাউনশিপের পুলিশ প্রধান উইলিয়াম রেনিয়ে।

এদিকে, মার্কিন অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস (এটিএফ) দপ্তরের এক কর্মকর্তা জানান, হামলাকারী চার্চে আগুন ধরাতে পেট্রোল জাতীয় দাহ্য পদার্থ ব্যবহার করেছিলেন। ঘটনার পর স্থানীয় এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঘটনাস্থল থেকে কিছু বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে।

এফবিআই জানিয়েছে, তারা এই ঘটনাকে ‘টার্গেটেড ভায়োলেন্স’ হিসেবে বিবেচনা করছে এবং পুরো তদন্ত তাদের তত্ত্বাবধানে চলছে।

আরো পড়ুন: কেন বাগরাম বিমানঘাঁটি ফেরত চান ট্রাম্প, কী আছে এতে

No comments

Powered by Blogger.