নোয়াখালীতে চেক জালিয়াতি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় চেক প্রতারণা মামলায় ১৪ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইউসুফ চৌধুরী (৪৪) কে গ্রেফতার করেছে র্যাব-১১। তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি।
র্যাব-১১ জানায়, রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সেতুভাঙ্গা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে রাতে তাকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ইউসুফ চৌধুরীকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ইউসুফ চৌধুরী কুতুবপুর ইউনিয়নের ইব্রাহিম মৌলভী বাড়ির বাসিন্দা এবং নুরুল হক চৌধুরীর ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে দুটি চেক প্রতারণার মামলায় আদালত তাকে ১৪ মাসের সাজা দেন। তবে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস জানান, বিষয়টি ইতোমধ্যে নিষ্পত্তি হয়েছে। ইউসুফ চৌধুরী চেক মামলার ১৯ লাখ টাকার মধ্যে শুরুতে ১৬ লাখ টাকা পরিশোধ করেন এবং পরে বাকি ৩ লাখ টাকাও দিয়ে দেন। তিনি আরও জানান, আদালত খোলার পর জামিন পেলে ইউসুফ চৌধুরী মুক্তি পাবেন।
বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান বলেন, ইউসুফ চৌধুরী আদালতের সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
No comments