ইসরায়েলের ড্রোন হামলার শিকার হয়েছে পাকিস্তানের জ্বালানি ট্যাঙ্কার।
ইসরায়েলের ড্রোন হামলার শিকার হয়েছে পাকিস্তানের জ্বালানি ট্যাঙ্কার।
ইসরায়েলের ড্রোন হামলার শিকার হয়েছে পাকিস্তানের একটি জ্বালানি ট্যাঙ্কার। ইয়েমেনের রাস ইসা বন্দরে অবস্থানকালে জাহাজটিকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। ট্যাঙ্কারটিতে ২৪ জন পাকিস্তানি নাগরিকসহ মোট ২৭ জন ক্রু ছিলেন। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি।
আরো পড়ুন: জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে নতুন করে মুখোমুখি হলো ভারত ও পাকিস্তান।
মন্ত্রী জানান, হামলার সময় জাহাজে পাকিস্তানিদের পাশাপাশি দুজন শ্রীলঙ্কান এবং একজন নেপালি নাগরিক ছিলেন। জাহাজটির ক্যাপ্টেনও পাকিস্তানি। ড্রোন হামলার পর ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে, তবে দ্রুত ক্রুরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এরপর হুথি নৌযান জাহাজটিকে থামায় এবং ক্রুদের অস্থায়ীভাবে আটক রাখে। পরে তারা মুক্ত হয়ে ইয়েমেনের জলসীমার বাইরে চলে আসেন।
নকভি বলেন, “আমাদের নাগরিকদের নিরাপদে ফেরাতে নিরাপত্তা সংস্থা, ওমান ও সৌদি আরবে কর্মরত কূটনীতিকরা অক্লান্ত পরিশ্রম করেছেন।”
আরো পড়ুন: ইয়েমেন বন্দরে পাকিস্তানের জ্বালানি জাহাজে ইহুদিবাদী ইসরাইলের হামলা
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, হামলার পরপরই ইয়েমেনের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বর্তমানে ট্যাঙ্কার যাত্রা শুরু করেছে এবং সব ক্রু নিরাপদে রয়েছেন।
Janatar Voice জনতার ভয়েস খবর পেতে ফেসবুক পেইজ ফলো করুন
সূত্র: ডন


No comments